Friday, April 30, 2010

যেতে নাহি দিব হায়...

শুধু নিজ হৃদয়ের স্নেহ-অধিকার
প্রচারিল — ‘ যেতে আমি দিব না তোমায় ' ।
তবুও সময় হল শেষ , তবু হায়
যেতে দিতে হল ।

...

এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে
সব চেয়ে পুরাতন কথা , সব চেয়ে
গভীর ক্রন্দন — ‘ যেতে নাহি দিব ' । হায় ,
তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।

...
‘ দিব না দিব না যেতে ' — নাহি শুনে কেউ
নাহি কোনো সাড়া ।
...

‘ যেতে নাহি দিব ' । ম্লান মুখ , অশ্রু-আঁখি ,
দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব ,
তবু প্রেম কিছুতে না মানে পরাভব ,
তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয়
‘ যেতে নাহি দিব ' । যত বার পরাজয়
তত বার কহে , ‘ আমি ভালোবাসি যারে
সে কি কভু আমা হতে দূরে যেতে পারে ।
আমার আকাঙ্ক্ষা-সম এমন আকুল ,
এমন সকল-বাড়া , এমন অকূল ,
এমন প্রবল বিশ্বে কিছু আছে আর! '
এত বলি দর্পভরে করে সে প্রচার
‘ যেতে নাহি দিব ' ।
...


No comments: